ডোমেইন রেজিস্ট্রেশনের সময় যে বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখবেন। Print

  • Domain
  • 0

আপনি দেশি বিদেশি রেজিস্টার বা রিসেলার যেখান থেকেই ডোমেইন কিনেন না কেন, ডোমেইন কেনার পূর্বে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমনঃ

 

  • কোন ধরনের ওয়েবসাইট বানাবেন সেটা আগে নিশ্চিত হতে হবে। তবে বাংলাদেশের মানুষ .COM ডোমেইন সবচেয়ে পছন্দ করে। তাই ডোমেইন কেনার ক্ষেত্রে .COM আগে বিবেচনায় রাখা উচিৎ তারপর অন্যগুলো।
  • প্রোভাইডের কাছ থেকে ডোমেইন কেনার আগে জেনে নিবেন কন্টোল প্যানেল দিবে কিনা। না দিলে তার কাছ থেকে নিবেন না।
  • ডোমেইন নেম সহজে মনে থাকে এবং অল্প অক্ষরের হয় সেই দিকে খেয়াল রাখবেন। ডোমেইন নেম সুন্দর না হলে মানুষ মনে রাখবেনা, তাই উদ্ভট ডোমেইন নেম পরিহায্য।
  • কোন প্রতিষ্ঠিত কোম্পানী বা ইন্টারন্যাশনাল ব্যান্ডের কোম্পানির সাথে ওয়েবসাইটের সাথে আপনার ডোমেইন না মিলে সেইদিকে খেয়াল রাখতে হবে।
  • লোভনীয় অফারে ডোমেইন কেনার আগে অফার সম্পর্কে ভালভাবে বিস্তারিত জেনে নিবেন।
  • আপনার ডোমেইন যেকোন সময় ট্রান্সফার করার প্রয়োজন বোধ করতে পারেন। আপনি নিজে ট্রান্সফার করতে পারবেন কিনা জেনে নিবেন। যদি তাদের সহযোগিতা ছাড়া করা না যায় তাহলে তাদের থেকে কিনবেন না।
  • ডোমেইন ট্রান্সফার এর সময় তাদের কোন চার্জ দিতে হবে কিনা জেনে নিবেন। এই ক্ষেত্রে কোন চার্জ লাগে না।
  • ডোমেইন লক অপশন আছে কিনা জেনে নিবেন।
  • ডোমেইন রেজিস্ট্রেশনে যেন আপনার তথ্য ব্যবহৃত হয় সেই দিকে খেয়াল রাখবেন।

Was this answer helpful?

« Back