কিভাবে ডোমেইনের রেজিষ্ট্রেশন এবং মালিকানা সংক্রান্ত তথ্য জানবেন? Print

  • WHOIS, WHOIS lookup
  • 0

কোনো ডোমেইনের রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য যেমনঃ রেজিষ্ট্রেশনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, ডোমেইন রেজিস্টার, নেমসার্ভার, ডোমেইন টি কার নামে রেজিস্ট্রেশন করা এই সকল তথ্য WHOIS এর মাধ্যকে চেক করা যায়। WHOIS এর পূরণ রূপ হলো who is responsible for this domain.

WHOIS lookup মাধ্যমে রেজিষ্ট্রেশনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, নেমসার্ভার, ডোমেইন রেজিস্টার ইত্যাদি তথ্য গুলো এমনিতেই দেখায়। আর যদি প্রাইভেসি প্রটেক্টেড থাকে তাহলে যার নামে ডোমেইন টি কেনা অর্থাৎ মালিকের ইনফরমেশন দেখাবে না আর যদি প্রাইভেসি প্রটেক্টেড না থাকে তাহলে মালিকের ইনফরমেশনও দেখায়।

জনপ্রিয় কিছু WHOIS Lookup ওয়েবসাইট লিংকঃ https://who.is, whois.com ইত্যাদি।
এছাডাও গুগলে WHOIS Lookup লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। এমনকি প্রতিটি ডোমেইন রেজিষ্ট্রেশন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান এর ওয়েবসাইট থেকেও WHOIS চেক করার সুযোগ থাকে।


Was this answer helpful?

« Back