ডোমেইন কি? ডোমেইন কেনা কেন প্রয়োজন? Print

  • 0

ডোমেইন কি?
আপনি একটি ওয়েবসাইট বানাতে চাইলে ইন্টারনেটে আপনাকে একটি এড্রেস বা ডোমেইন কিনতে হবে। ডোমেইন একটা নাম যা আপনার ওয়েবসাইট কে আইডেন্টিফাই করে। ডোমেইন নেম মানুষের নামের মতই। একটি মানুষের নাম তার পরিচয় বহন করে, তেমনি একটা ডোমেইন নেম একটা ওয়েবসাইট এর পরিচয় বহন করে। পার্থক্য হল একটি নাম একাধিক মানুষের হতে পারে, তবে ডোমেইন নেম ইউনিক, একটি ডোমেইন পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এড্রেস যার মাধ্যমে বাবহারকারীরা আপনার ওয়েবসাইট টি খুজে পাই। যেমন, arhostbd.com, skilluper.com ইত্যাদি।

ডোমেইন কেনা কেন প্রয়োজন?
অনেক সময় দেখা যায় আমরা যে নামে ব্যবসা করছি সেই নামে অন্যরাও ব্যবসা করতে পারে বা নামটি ব্রান্ডেবল হতে পারে। আর ডোমেইন নেম হয় ইউনিক হয়। আপনার ব্যবসার নামের ডোমেইন টা কেউ কিনে ফেললে আপনার কিছুই করার থাকবে না। ভবিষ্যতে ওয়েবসাইট বানানোর পরকল্পনা থাকলে ডোমেইন টি কিনে রাখা এই জন্য জরুরি। আপনি ওয়েবসাইট ছাড়াই অনেক ভাল ব্যবসা করলেন। পরে ওয়েবসাইট বানাতে গিয়ে দেখলেন আপনার ব্যবসার নামের ডোমেইন টি খালি নেই বা অন্য কেউ ব্যবসার নামের ডোমেইন দিয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলছে। বর্তমান সময়ে অনলাইন ব্যবসার জন্য ওয়েবসাইট গুরুত্বপূর্ন। ব্যবসার নামে ডোমেইন কিনে রাখা জরুরি।


Was this answer helpful?

« Back